বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার  

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (২১ জুন) অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাংবাদিক শাহ আলম সনি, অ্যাড. মানিক আকবর, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ইসলাম রকিব প্রমুখ। 

সেমিনারে স্বাগত বক্তব্য দেন  উপ-পরিচালক ডিডি এলজি (স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার।  সেমিনারটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সজিব পাল।

টিএইচ